আমেরিকা যুক্তরাষ্ট্র একটি সুবৃহৎ দেশ এবং নানা প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা নানা রাজ্য। এরকম দুটি অতি সুন্দর স্টেট বা রাজ্য আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জ। আমার এই দুটি জায়গা দেখার সৌভাগ্য হয়েছিল। আলাস্কা সম্পর্কে আমাদের আগ্রহ শৈশবকাল থেকেই শুরু হয় ভূগোল পাঠের মাধ্যমে। হাওয়াই সম্পর্কে ও আমাদের অনন্ত কৌতূহল। অন্য স্টেট বা হয়তো অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা এই দুটি জায়গা শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যের আধার তাই নয়,এই দুটি জায়গা স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। দুটি স্থানের অধিবাসী বৃন্দ,তাদের স্বকীয় কৃষ্টি,বেশভূষা,খাদ্যাভ্যাস,ধর্মাচরণ,ভাষা তাদের অন্য অনেক স্থান থেকে পৃথক করেছে।
আমি আলাস্কায় প্রায় বারো দিন কাটিয়েছি ও এর প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়েছি। একদিকে সুবৃহৎ পর্বতশৃঙ্গ, তুন্দ্রা অঞ্চল,আর্কটিক অঞ্চল যেমন দেখেছি তেমনি গ্লেসিয়ার ল্যান্ডিং,সি প্লেন,ক্রুজ,তিমিদের সমুদ্র সন্তরণ সব অভিজ্ঞতা আমার বইটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চেষ্টা করেছি পাঠক পাঠিকাদের সেই স্বপ্নের দুনিয়া তে নিয়ে যেতে।কতটা সফল হয়েছি সেটা পাঠক পাঠিকা রা সঠিক বিচার করতে পারবেন। কয়েকটি ছবি থাকলú